এফ এম সিফাত হাসান শেরপুর
৬ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের দক্ষিণ নাকশি বইলি থেকে শেরপুর জেলার নালিতাবাড়ীর বইলি বিল থেকে আবেদা খাতুন (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আবেদা খাতুন পার্শ্ববর্তী নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের বরইতার গ্রামের মৃত আজমত আলীর কন্যা।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ নাকশি বইলি বিল থেকে অজ্ঞাতনামা হিসেবে প্রথমে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এসময় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়। পরে খবর নিয়ে জানা যায়, ওই নারী পার্শ্ববর্তী বরইতার গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বরইতার গ্রামের আবেদা খাতুন মানসিক প্রতিবন্ধী হওয়ার ফলে তার সংসার ভেঙে যায়। পরে বাবার বাড়ি তাকে শিকল পড়িয়ে বেঁধে রাখা হতো। বৃহস্পতিবার ওই নারীর ভাতিজার বিয়ে ছিল। বিয়ের দিন হওয়ায় আবেদার শিকল খুলে দেওয়া হয়। বিকেলে বাড়ির সবার অজান্তে বেড়িয়ে পড়লে সন্ধ্যায় আর বাড়ি ফিরেনি। ধারণা করা হচ্ছে, বাড়ির কাছাকাছি বিল থাকায় পানিতে ডুবে আবেদার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা করে লাশ হস্তান্তর করা হয়েছে।
পার্বত্যকণ্ঠ নিউজ /এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত