মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
২০২২ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ২০ শতাংশ বেড়ে ৩৪৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি ১৯৯০ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ এফডিআই। এর আগে, ২০১৮ সালে সর্বোচ্চ ৩৬১ কোটি ডলারের এফডিআই এসেছিল।
২০২২ সালে সারাবিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমলেও বাংলাদেশে বেড়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের সবশেষ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩–এ এই তথ্য উঠে এসেছে।
স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এফডিআই পাওয়ার দিক থেকে বাংলাদেশ এগিয়ে। সামগ্রিকভাবে গত বছর এলডিসিভুক্ত দেশগুলোতে যেখানে এফডিআই প্রবাহ ১৬ শতাংশ কমেছে, সেখানে বাংলাদেশে বেড়েছে ২০ শতাংশ। তবে এফডিআই বাড়লেও সামগ্রিক এফডিআই স্টক বা মোট বিনিয়োগের স্থিতি কমেছে।
এসময় বিনিয়োগের স্থিতি কমে ২ হাজার ১১৫ কোটি ডলারে নেমে এসেছে, যা ২০২১ সালে ছিল ২ হাজার ১৫৮ কোটি ডলার।
আঙ্কটাডের প্রতিবেদন মতে, উন্নত দেশগুলোতেই এফডিআই প্রবাহ সবচেয়ে কমেছে। এই দেশগুলোয় এফডিআই প্রবাহ ৩৭ শতাংশ কমে ৩৭ হাজার ৮০০ কোটি ডলার হয়েছে। তবে উন্নয়নশীল দেশগুলোয় এফডিআই বেড়েছে ৪ শতাংশ।
এদিকে, বাংলাদেশকে নন-ইনভেস্টমেন্ট গ্রেডে অন্তর্ভুক্ত করেছে আঙ্কটাড। মুডি’স ইনভেস্টরস সার্ভিস গত মে মাসে বাংলাদেশের দীর্ঘমেয়াদি রেটিং বি১ থেকে কমিয়ে বিএ৩ করার কারণেই মূলত আঙ্কটাড বাংলাদেশকে এই গ্রেডে অন্তর্ভুক্ত করে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত