পাহাড়ের শীত যখন খুবই তীব্রভাবে ঝেঁকে বসেছে তখনই গরীব, দু:খি এবং শীতার্তদের মাঝে এগিয়ে আসেন সদ্যসাবেক গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নব নিযুক্ত পার্বত্য জেলা পরিষদ সদস্য মেমং মারমা।
রবিবার সকালে গুইমারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৪০০ জন শীতার্তদের মাঝে করোনাকালীন সময়ে মাক্স ও শীত নিবারনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহি অফিসার তুষার আহম্মেদ।
জেলা পরিষদ সদস্য মেমং মারমা বলেন, বর্তমান আওয়ামিলীগ সরকার গরীব দু:খিদের সরকার। সরকার বর্তমান এই করোনাকালীন সময়ে গরীব দু:খিদের সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি নবগঠিত জেলা পরিষদ সদস্য হওয়ায় গুইমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা ইউপির সকল সদস্য, গুইমারা উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যাক্তিবর্গ।