খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ সিজন-১ এর শুভ উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান পিএসসি।
বৃহস্পতিবার বিকেলে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যায়লের মাঠে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান পিএসসি।
মাটিরাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি একাদশ বনাম মুসলিম পাড়া একাদশ খেলায় অংশগ্রহণ করেন।
জ্ঞান অর্জনের পাশাপাশি মাটিরাঙ্গার যুব সমাজ কে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক বলেন, খেলাধূলা মাদক থেকে যুব সমাজ কে দূরে রাখে। মাটিরাঙ্গা পৌরবাসীকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করবেন বলেও আশ্বাষ দেন তিনি।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান বলেন, "খেলাধূলায় বাড়ে বল" মাদক ছেড়ে খেলতে চল। খেলাধূলা মানুষের মনোবল বাড়ায়, আনন্দ দেয়, মাদক থেকে দূরে রাখে। পড়ালেখার পাশাপাশি সকলকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।
পার্বত্যকন্ঠ নিউজ/এম এস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত