আজ বৃহস্পতিবার (৬জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পরপরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে টাউন হলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নিজস্ব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি অঞ্জলি ত্রিপুরার সঞ্চালনায় সভায় অতিথি বক্তারা বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করা। সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভার পরপরই রামগড় উপজেলা যুব মহিলা লীগে মাধুরি মারমাকে সভাপতি, রিয়া শীল পিংকিকে সাধারণ সম্পাদক ও আমেনা বেগমকে সাংগঠনিক সম্পাদক এবং মহালছড়ি উপজেলা যুব মহিলা লীগে সুইনুচিং মারমাকে সভাপতি, জোসনা বেগমকে সাধারণ সম্পাদক ও সোমা ত্রিপুরাকে সাগঠনিক সম্পাদক হিসেবে আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পাজেপ সদস্য শতরুপা চাকমা, শাহিনা আক্তার, মহিলা আওয়ামী লীগের নেত্রী ক্রইঞায়ো চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ির ট্রাস্টি রুপনা চাকমা কণিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পার্বত্যকণ্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত