মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
১৭ জুলাই অনুষ্ঠিত হবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এ নির্বাচনে চেয়ারম্যান, দুই সংরক্ষিত সদস্য ও ২সাধারণ সদস্যসহ ৫জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রচারণা চলছে ঢিলেঢালে আর নির্বাচনী মাঠে ভোটের আমেজে পড়ছে ভাটা। ৯ ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে এবং ৭টি ওয়ার্ডের জন্য সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ হবে।
এর পরও নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মনিটরিং করতে মাঠে নেমেছে প্রশাসন। ৫জুলাই বুধবার বিকেলে নির্বাচনী প্রচারণা প্রত্যক্ষ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ। এ সময় তিনি বিভিন্ন সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা প্রত্যক্ষ করেন এবং সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া,তিনি আরও বলেন, আগামী ১৭ জুলাই ভোটারদের প্রত্যক্ষ ভোটে সংরক্ষিত ও সাধারণ সদস্যরা নির্বাচিত হবেন। নির্বাচনী প্রচারণায় এসব প্রার্থীরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে থাকতে হবে। আগামীতে তাঁরা জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করবেন, দেশের প্রচলিত আইন সম্পর্কে জনগণকে সচেতন করবেন।
পিকে/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত