আনোয়ার হোসেন, পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সমীর দত্ত চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল ১১ টার সময় পানছড়ি সরকারি কলেজের আয়োজনে হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
এতে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. গাজী গোলাম মাওলা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন, চট্টগ্রাম টিসার্স ট্রেনিং কলেজের শিক্ষক ড. মীর আবু সালেহ সামশুদ্দিন শিশির,খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুৎফল খীসা,অধ্যক্ষ সমীর দত্ত চাকমা,জেলা পরিষদের সাবেক সদস্য সতীশ চন্দ্র চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, সিনিয়র প্রভাষক সত্যজিত চৌধুরী,সিনিয়র অধ্যাপক শান্তিময় চাকমা।এই সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক,সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়,১৯৯২ সালের ১০ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।আজ তার কর্মদিবসের শেষ দিনে দাপ্তরিক বিধিবিধান অনুযায়ী সাক্ষর এর মাধ্যমে নতুন অধ্যক্ষ শান্তিময় চাকমাকে দায়িত্ব বুঝিয়ে দেন।আরও জানা যায় খাগড়াছড়িতে শিক্ষা বিস্তারে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। তার হাত ধরে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পায়।তাছাড়া বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীদের তিনি নানা ভাবে সহায়তা দিয়ে উচ্চ শিক্ষার পথকে এগিয়ে দিয়েছেন।
পিকে/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত