সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা থেকে ১০৫পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর দৌলতদিয়া ক্যানাল ঘাট হোসেন মন্ডল পাড়া’র মো. আবুল কাসেম সরদারের ছেলে মো. রমজান সরদার (৩১)।
বুধবার (৫ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মাদক কারবারির উল্লেখিত ঠিকানা থেকে ১০৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
পিকে/রনি