সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারতৃত যুবক, বগুড়ার শেরপুর উপজেলার পাঁচদেওলী এলাকার নাজির সরদার এর ছেলে মো. সাব্বির সরদার (৩০)।
বুধবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
জানাযায়, মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর রামু বাড়ীওয়ালীর গলিতে জেনেরেটর মালেকের বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ সংক্রান্তে মাদক কারবারি যুবকের বিরুদ্ধে গোয়ালন্দ, ঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
পিকে/রনি