কাউখালী উপজেলায় নিরাপত্তা বাহিনীর নিকট আটক হওয়া ইউপিডিএফ মূলদলের কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার ( ১৯ ডিসেম্বর) দুপুরে ঘাগড়া নিরাপত্তার বাহিনীর চেকপোষ্ট থেকে রাঙ্গামাটি হতে রাণীরহাটগামী সিএনজি চেক করে উক্ত আসামী কে আটক করা হয়।
এসময় তার থেকে নগদ ৩১০৪ টাকা, ২টি মোবাইল ফোন সেট, চারটি মোবাইল সিম, ১১ টি জনতার মুক্তি সংগ্রামে এগিয়ে আসুন চাঁদা আদায়ের রশিদ, ১ টি মেমরি কার্ড, সহকারি পরিচালক এবং ভিলেজ কমিটির সহযোগীতা চেয়ে ২ টি চিঠি, ০১ নং বেতবুনিয়া ইউনিয়ন কমিটির নামের তালিকা, বিভিন্ন ঠিকাদারি কোম্পানি এবং জোত এবং বাঁশ ব্যবসায়ি হতে প্রাপ্ত ট্যাক্স/চাঁদার ফরম ১১ টি, সহকারি পরিচালক বরাবর সুষ্ঠু বিচারের জন্য আবেদন (১০০ টাকাসহ) ২ টি, বাৎসরিক গণ ভিত্তিক ট্যাক্স আদায় ফরম ৩ টি, মাসিক সাধারণ আর্থিক প্রতিবেদন ফরম ২ টি, সকল সরকারি চাকরিজীবি এবং শিক্ষকদের নিকট আর্থিক সহযোগিতা চেয়ে ১০ টি চিঠি, জাতীয় অস্তিত্ব রক্ষায় ইউপিডিএফ মূলদলের হাতকে শক্তিশালী করুন সম্বলিত লিফলেট ৪০ টি, বিভিন্ন পাড়া হতে চাঁদা প্রদানকারির নাম ও চাঁদার পরিমাণের তালিকা ৭ পাতা।
আটককৃত আসামি বেতবুনিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের পিতাঃ মৃত চাইশৈ মং মারমার ছেলে রূপন মারমা (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উক্ত আসামীর বিরুদ্ধে নানিয়ারচার থানায় পূর্বের মামলা রয়েছে এবং বর্তমানে আসামিকে ৫৪ ধারায় কাউখালী থানা হতে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত