মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান:
বিচার ব্যবস্থার উন্নয়নে খুব শীঘ্রই তিন পার্বত্য জেলায় এজলাস বৃদ্ধিসহ আদালতের অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গনি। সেই সাথে আদালত গুলোতে মামলার জট কমানোরও উদ্যোগ নেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে বান্দরবান জজ আদালত প্রাঙ্গণে গণপূর্ত বিভাগের অর্থায়নে প্রায় সাড়ে ৫১ লক্ষ টাকা ব্যয়ে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের নির্মাণ কাজের উদ্বোধন কালে বিচারপতি সাংবাদিকদের এই কথা বলেন।
এ সময় তার সাথে বান্দরবানের জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম জেবুন্নাহার আয়েশা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা আক্তার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহানারা ফেরদৌস, যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ নুরু মিয়া, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ ইরফানুল হক চৌধুরী সহ আইনজীবী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিচারপতি আরো বলেন সারা দেশব্যাপী আদালত ও বিচার ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের আরো অন্যান্য উদ্যোগগুলো নেয়া হবে। পরে বিচারপতি জেলা দায়রা জজ আদালত পরিদর্শন করেন ও বিচারক আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।
#রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত