রাঙামাটিতে কারিগরী বোর্ডের অনুমোদিত কম্পিউটার পার্ক এ প্রশিক্ষণ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সম্মেলন কক্ষে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
কম্পিউটার পার্কের উপদেষ্টা নয়ন কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কম্পিউটার পার্কের পরিচালক পংকজ কান্তি শীল। এসময় প্রতিষ্ঠানটির সিইও শংকর শীলসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিগরী ও কম্পিউটার প্রশিক্ষনের বিকল্প নেই, চাকুরির পেছনে না ঘুরে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে আত্বনির্ভরশীল হতে হবে, তাহলে প্রশিক্ষনের সফলতা কাজে আসবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যেক্তাদেরও কাজ করতে হবে।
প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে কেক কাটা ও ৪০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
পার্বত্যকণ্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত