মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
ঢাকা, চট্টগ্রামের ডেঙ্গু জ্বরের আতংক এখন পাহাড়ে! গত ১৫ দিনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৭জন। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গুরুতর ১জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১জনের চিকিৎসা চলছে।
উপজেলা সূত্রে জানা গেছে , ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঢাকা, চট্টগ্রামের মানুষ যখন আতংকগ্রস্ত ঠিক সেসময়ে পাহাড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সাধারণ মানুষের মাঝে আতংক বাড়ছে। গত ১৫ দিনে খাগড়াছড়ির গুইমারা,জালিয়াপাড়া, হাফছড়ি ও রামগড় উপজেলার হাতিমড়া এলাকা থেকে ৭জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানিকছড়ি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গুরুতর ১জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১জনের চিকিৎসা চলছে।
চমেক হাসপাতালে প্রেরিত রোগী মো. জসিম উদ্দীন(৩৫) ও হাসপাতালে চিকিৎসারত রোগী মো. আল মামুনের(২৮) শরীরে এখনো জ্বরের মাত্রা কমেনি। শরীর ও মাথায় প্রচন্ড ব্যাথায় কাতর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রতন খীসা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসায় সকল প্রস্তুতি হাসপাতালে রয়েছে। আতংক না হয়ে সবাইকে সচেতন হতে হবে। পাহাড়ে উৎপাদিত ফল-ফলাদি নিয়ে ঢাকামুখি মানুষের শরীরে ডেঙ্গুবাহি মশার কামড়ে আজ সমতলের ডেঙ্গু পাহাড়ে নতুন আতংক বাড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, খাগড়াছড়ি জেলা বা বিভিন্ন উপজেলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস এবং পাহাড় থেকে ফল-ফলাদি বোঝাই ঢাকাগামী ট্রাক বা সঙ্গে থাকা লোকজন ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত হয়ে এলাকায় ফিরে আসার পর জ্বরে আক্রান্ত হচ্ছে। এভাবে পাহাড়ি জনপদে ডেঙ্গু ছড়িয়ে পড়লে আক্রান্ত বৃদ্ধিসহ চিকিৎসায় প্রভাব পড়বে।
পার্বত্য কন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত