প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৩, ৯:৩৫ পি.এম
মহেশখালী হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে পানির পাইপ মিস্ত্রির মৃত্যু
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ডিপ টিউবওয়েল বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (২৬) নামের এক পানির পাইপ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
৩ ই জুলাই সোমবার, সকাল ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ভবনের পার্শ্বে নিচে ডিপ টিউবওয়েল বসানোর কাজের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম, ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরীপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
আহত মামুন জানান, প্রতি দিনের ন্যায় আজও সকাল ৭টার দিকে পানির ডিপ টিউবওয়েল বসানোর কাজ শুরু করি লোহার পাইপ উপরে তুলার সময় রডের অপর প্রান্ত বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আব্দুর রহিমের শরীর ঝলসে যায় জানিয়ে তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামুন নিজেও আহত হয়েছে। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, অসাবধানতাবশতে লোহার পাইপ বিদ্যুৎ তারে সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে, পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পার্বত্যকণ্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত