অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন কার্বারীদের ফুলেল শুভেচছায় সিক্ত হলেন ১৮৫ নং অযোদ্ধা মৌজা প্রধান ও ১৮৮ নং খেদাছড়া মৌজার সদ্য অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মৌজা প্রধান শ্রীমতি জয়া ত্রিপুরা ।
৩ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে বেলছড়িস্থ মৌজা প্রধানের নিজস্ব বাসভবনে খেদাছড়া এলাকার বিভিন্ন পাড়া কার্বারীগন তাকে এই ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন কর্মস্থলে স্বাগত জানান ।
এ সময় কার্বারীগন সদ্য দায়িত্ব প্রাপ্ত মৌজা প্রধান শ্রীমতি জয়া ত্রিপুরার সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়ে কুশল বিনিময় করেন ।
মৌজা প্রধান পদায়নের মধ্যদিয়ে ১৮৮ নং খেদাছড়া মৌজা প্রধান কার্যালয়ের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার কার্বারীগন ।
পরে সাংবাদিকের সাথে আলাপ কালে সদ্য দায়িত্ব প্রাপ্ত মৌজা প্রধান শ্রীমতি জয়া ত্রিপুরা খাগড়াছড়ি জেলা প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালনে সংস্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেলছড়ি রবি সুন্দর পাড়ার কার্বারী কালামনি চাকমা, নিলদাশ পাড়ার কার্বারী ইয়েন চাকমা, যুদ্ধকুমার পাড়ার কার্বারী যোতিন বন্ধু ত্রিপুরা ও নারী কার্বারী মানসী রোয়াজা, হেমাঙ্গ কার্বারী পাড়ার নারী কার্বারী কাঞ্চন মালা ত্রিপুরা, সুধীর কুমার পাড়ার কার্বারী ইন্দ্র কার্বারী, হরিিধন মগপাড়ার কার্বারী মংশীপ্রু মারমা ও ভাদু মারমা কার্বারী প্রমুখ৷।
এ ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা কার্বারী এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মনো বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া ১৮৮ নং মৌজা প্রধান উপেন্দ্র কুমার রোয়াজার মৃত্যুর পর খেদাছড়া মৌজা প্রধান কার্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বেশকিছু দিন ধরে বন্ধ ছিল ।
অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত এই মৌজা প্রধান শ্রীমতি জয়া ত্রিপুরা এর আাগে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ২০১৬ সালে খাগড়াছড়ি জেলায় নারী উন্নয়নে বিশেষ আবদান রাখায় গুনীজন সংবর্ধনার সম্মাননা স্মারক আর্জন করেছিলেন ।
পার্বত্য কন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত