স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলা সদরে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২ই জুলাই তারিখে শহরের ভিআইপি রোডস্থ অফিস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান ভার্চুয়ালি অফিসটি উদ্বোধন ঘোষণা করেন।
বিএইচবিএফসি'র সেবা গ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চট্টগ্রাম জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন। বান্দরবানে বিএইচবিএফসি'র গৃহঋণ সেবা আগে থেকেই চালু রয়েছে। সংস্থাটির চট্টগ্রাম প্রধান শাখা অফিস থেকে এ অঞ্চলে ঋণ সেবা কার্যক্রম পরিচালনা করা হতো। এলাকায় নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটি ঋণসেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে।
এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে এবং জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পার্বত্যকণ্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত