মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
'আমরা বাঙ্গালি নই, চাপিয়ে দেয়া বাঙ্গালি জাতীয়তাবাদ মানি না' 'বির্তকিত পঞ্চদশ সংশোধনী পাসের একযুগ উপলক্ষে স্ব স্ব জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবী'তে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ড(ইউপিডিএফ)প্রসীত খীসা।
২জুলাই রোববার সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী মহাবিদ্যালয় সংলগ্ন(ধর্মঘর) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে হাজার হাজার ক্ষুদ্র নৃ গোষ্টি জনগোষ্ঠীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকা(কেপিএম) ঘুরে ফের ধর্মঘর এসে বটমূলে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ ইউনিটের (প্রসীত খীসা) প্রধান সংগঠক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি শান্তি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি এন্টি চাকমা, কেন্দ্রীয় সভাপতি নীতিশুভা চাকমা ও ইউপিডিএফের উপজেলা সংগঠক আপ্রুসি মারমা।
এ সময় বক্তারা বলেন, "পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত সংখ্যালঘু ভিন্ন ভিন্ন জাতিসত্তা কখনো বাঙালি হতে পারে না। তাদের নিজ নিজ জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রয়েছে। কিন্তু সংখ্যালঘু ক্ষমতাসীন সরকার ২০১১ সালের ৩০ জুন ক্ষমতার জোর খাটিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে দেশের সকল জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। 'আমরা বাঙ্গালি নই, চাপিয়ে দেয়া বাঙ্গালি জাতীয়তাবাদ মানি না', 'বির্তকিত পঞ্চদশ সংশোধনী বাতিল পুর্বক স্ব স্ব জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
বক্তারা আরও বলেন, আমরা দীর্ঘ এক যুগ ধরে এই বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো তা বাতিল বা সংশোধন না করে উল্টো বাঙালি বানানোর নানা চক্রান্ত জারি রেখেছে"। ফলে পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিসহ অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন,সংগ্রামের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউপিডিএফ ঘোষিত সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহব্বান করছি।
পার্বত্য কন্ঠ নিউজ/রনি
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত