'হেরে যাক শীত, জীতুক মানবতা' এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলায় অসহায়, হত-দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে আত্মমানবতার সেবায় নিয়জিত স্বেচ্ছাসেবী সংগঠন "হোপ ফাউন্ডেশন"।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের শতাধিক অসহায় অসহায়, হত-দরিদ্র ও সুবিধাবঞ্চিত বিভিন্ন সম্প্রদায়ের ১০১ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
হোপ ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর পুুস্পিতা চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম অনিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি মহিলা সদস্য শাহিনা আক্তার, যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, ডা. অরুণ বাবু, যোগ্যাছোলা হিউম্যান সোসাইটির উপদেষ্টা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রবিউল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. বশির আহম্মেদ সৌরভ, প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন হোপ ফাউন্ডেশনের সদস্য আশিক আমান ইতাজ, রাদিয়া আজিজ, আইয়্যাবা আজিজ, আশিকুর রহমান, স্বরূপ দাশ, শান্তনু বড়ুয়া, মুক্তা রেখা, আনিশা, হৃদয় ও মেহেদীসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যোগ্যাছোলা হিউম্যান সোসাইটির সদস্যবৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত