ধর্মীয় ভাবগাম্ভির্য ও যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির মাটিরাঙায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৮ জুন) দুপুরের দিকে
মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আয়োজনে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙণ থেকে শত শত মহিলা-পুরুষ ও শিশু ভক্তদের অংশগ্রহণে উল্টা রথ যাত্রা বের করা হয়।
মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরার নেতৃত্বে উল্টা রথযাত্রায় মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুমন নাথ উপস্থিত ছিলেন।
উল্টারথ যাত্রা মাটিরাঙা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
উল্টা রথযাত্রা শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ছাড়াও এলাকার সনাতনী ভক্ত বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত