খাগড়াছড়ির রামগড় ও চট্টগ্রাম জেলার ভূজপুর সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন।
শনিবার (২৪ জুন) গভীর রাতে পৃথক অভিযানে রামগড়ের থানাঘাট হতে ভারতীয় ওষুধ ও ভূজুপরথানার ফেনী নদীর কুল হতে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা। অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বক্কর সাইমুম ওষুধ ও ভারতীয় ফেন্সিডিল জব্দ করার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঈদকে সামনে রেখে সীমান্ত চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় ফেন্সিডিল কাছের ভূজপুর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ভারতীয় ওষুধের ব্যাপারে রামগড় থানায় সাধারণ ডায়েরি করে সীতাকুণ্ড কাস্টমসে জমা করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত