রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন।
রোববার (২৫ জুন) সকালে এ বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বিজ্ঞ বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি/সাধারণ সম্পাদক, বিজ্ঞ পিপি, বিজ্ঞ আইনজীবীগণ ও অন্যান্য কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।
বিচারপতি বোরহান উদ্দিন অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থী জনসাধারনের ভোগান্তি লাঘব হবে। এর ফলে আদালত প্রাঙ্গনে কাজের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত হবে এবং সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত সেবার মান আরো উন্নত হবে। এ সময় তিনি বিচারকদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
রাঙামাটি গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৪৮ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রস্তাবিত প্রকল্পের মোট ব্যয় ৩৫ কোটি ২৫ লক্ষ ৯১ হাজার টাকা। বিভিন্ন জেলায় সেবা গ্রহীতাদের চাহিদা অনুযায়ী এই প্রকল্পটিকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যার মধ্য একটি হলো এ টাইপ যার আয়তন ১ হাজার বর্গফুট এবং অন্যটি বি- টাইপের যার আয়তন ৮০০ বর্গফুট।#
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস