।। সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী।।
রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসুচীর মধ্যদিয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনের গৌরবদীপ্ত পথচলায় ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অপর্ণ করেন নেতাকর্মীরা।পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গনে সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল ইসলাম শান্তুনু, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলসহ উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস