প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৩, ১২:৩৫ পি.এম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় হতদরিদ্রের মাঝে মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যাগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এ জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে সেনা সদস্যরা। সকালে জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরিব কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান ও বই বিতরণ করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। এসময় তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দুর্গম পাহাড়ে অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এতে সিন্দুকছড়ি জোনের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।।প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত