বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কতৃক চোরাচালান বিরোধী অভিযানে মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ৭৫টি মায়ানমারের গরু জব্দ করা হয়েছে। ২১ জুন বুধবার ভোরে গর্জনিয়া বড়বিল হতে এসব গরু গুলো জব্দ করতে সক্ষম হয়।
১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম সত্যতা নিশ্চিত করে বলেন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এই ৭৫টি মায়ানমারের গরু জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন জানুযারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ২৪ ( চব্বিশ ) কোটি টাকা সরকারী কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত