চট্টগ্রামের জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ভাংচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্বারক্ষলিপি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধারা।
বুধবার (২১জুন) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের আয়োজনে সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঘন্টা ব্যাপী মানববন্ধনে রাঙামাটি জেলার বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতার মুর্যালে আঘাত করা মানে দেশের স্বাধীনতার উপর আঘাত করা। স্বাধীনতার ৫০ বছর পরও স্বাধীনতার পরাজিত শক্তি দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। জাতির পিতার মুর্যাল সহ স্বাধীনতার উপর আঘাত হানা কুলাঙ্গারদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিটির ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সুজন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকাশ চাকমা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সহ সভাপতি এড. মামুন ভূঁইয়া সহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে দোষীদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের কাছে তুললে দেন বীর মুক্তিযোদ্ধরা।
প্রসঙ্গত গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবকদলের তারুণ্যের সমাবেশ থেকে ফিরার পথে জামালখানের দেয়ালে বঙ্গবন্ধুর মুর্যাল ভাংচুর করে দৃষ্কৃতিকারীরা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত