সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) বেলা ১১টায় গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে পৌরসভার কর নির্ধারক আসাদুজ্জামান সেলিম এর সঞ্চালনায় প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পড়ে শোনান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রেজাউল করিম। বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারসিন তারান্নুম হক।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, তদন্ত কর্মকর্তা উত্তম কুমার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এর অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারি, সকল ওয়ার্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা।
২০২৩-২৪ অর্থ বছরে আয় ধরা হয় ৫৫ কোটি ৫৬ লাখ ৮হাজার ৯৭৯ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৫৫ কোটি ১৩লাখ ৬৫হাজার টাকা ও উদ্বৃত্ত রাখা হয় ৪২লাখ ৪৩হাজার ৯৭৯ টাকা।এসময় প্রস্তাবিত বাজেটের নির্ধারণ অর্থের উৎস হতে আয় ব্যায় খাতের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূল নানা বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা সভা ও মতবিনিময় করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস