রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্তে অঞ্চলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ হচ্ছে নিয়মিত।
মঙ্গলবার (২০জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত পৌরসভা ও ৮ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ২৬ টি পয়েন্টে ১৭৫৫৪ পরিবার প্রতি মাসেই পাচ্ছে সরকারের ভর্তুকি দেয়া স্বল্পমূল্যে টিসিবির পণ্য ক্রয়ের সুবিধা।
উপকার ভোগীরা বলেন বর্তমানে দ্রব্যমূল্যের উচ্চ গতির এই সময়ে টিসিবির পণ্যই আমাদের ভরসা।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে বর্তমান সরকার জন বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব ও মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত