রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬ টি গাঁজা গাছসহ চাষী কানাই মন্ডল (৩৯) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কানাই মন্ডল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সন্তোষ মন্ডলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে রবিবার (১৮ জুন) সন্ধ্যায় এসআই মো. রাজিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষ আমলা গ্রামের কানাই মন্ডলকে তার রোপনকৃত পাট ক্ষেতের মধ্য থেকে ৬টি গাঁজার গাছ (প্রতিটি গাছ প্রায় ১২ ফুট লম্বা) উদ্ধার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, কানাই মন্ডলকে আটকের পর মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস