পার্বত্য অঞ্চলের সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা জেলার পানছড়ির যৌথখামারের প্রত্যন্ত গ্রামে ৭১ এর বীরঙ্গনাকে বিজয়ের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।
বিজয়ের মাসে ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রত্যন্ত গ্রাম যৌথখামারে বীরঙ্গনা চেংসামা মারমা কে দেখতে যান।
তিনি বীরঙ্গনাকে কিছু পোষাক, নগত অর্থ ও ফল উপহার দেন।
বীরঙ্গনা চেংসামা মারমা জানান, আমি স্বাধীনতার যুদ্ধের সময় ১৫/১৬ বয়স ছিলাম। তখন পাক হানাদার বাহিনী আমাকে তুলে নিয়ে মহালছড়ি শিবিরে আটক রাখে। সেখানে প্রতিদিন রাতে তাদেরকে নাচ দেখাতে হত। মধ্যরাতে প্রতিক্ষনেই তাদের মনোরঞ্জনের শিকার হয়েছি। দেশ স্বাধীন হলে আমি পানছড়িতে ভাইয়ের আশ্রয়ে থাকি। লোক লজ্জায় কখনও কারও কাছে যাই নাই। কেউ বিয়ে না করায় ভাই ভাতিজার আশ্রয়ে এখনও পরে আছি। মহিলা এমপি বাসন্তী চাকমা আজ আমার খোজ খবর নেওয়ায় খুব গর্ব হচ্ছে।
এ সময় পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম একটি পাকা ঘর নির্মান করে দেওয়ার আশ্বাস দেন।
এসময় পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বাহার মিয়া, ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা মহিলা লীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
পরে তিনি পানছড়ি হাসপাতাল, যৌথ খামার বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত