সন্ত্রাসী হামলায় জামালপুরের ৭১ টিভি ও বাংলা নিউজের নির্ভীক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে নবীনগর প্রেসক্লাব চত্বরে নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল,সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, স্টার টিভির পরিচালক শাহিন রেজা টিটু, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মিঠু সূত্রধর পলাশ, উপজেলা প্রেসক্লাবের সদস্য টিটন দাস, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, সাধারণ সম্পাদক কয়েছ আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক গোলাম রুহানি সহ ইতোপূর্বে সকল সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এ সময় অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্যের বক্তব্যের পর তিন দিন কালো ব্যাজ ধারণ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত