খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুস্থ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালীদের মাঝে সেলাই মেশিন, টিন, ছাগল, মসজিদের ওজুখানা নির্মাণ এবং চিকিৎসা ও বিবাহের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
১৬ই জুন শুক্রবার সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবির জোন দপ্তরে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+।
বিতরণে উপস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের মাঝে ০৬ টি সেলাই মেশিন, ০৬ বাইন টিন, ০৬টি ছাগল, মসজিদের জন্য ০১টি ওজুখানা নির্মাণ এবং ৩৫ টি পরিবারকে চিকিৎসা ও মেয়ের বিবাহের জন্য নগদ অর্থসহ সর্বমোট ৫৩ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। বিতরন শেষে প্রধান অতিথি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত