বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি শহীদ মিনার প্রাঙ্গণে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র এই কর্মসূচিতে খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এবং টিআইবি-সনাক সংহতি প্রকাশ করেন। পরে সাংবাদিকরা মৌন পদযাত্রার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি প্রেসক্লাব’র সামনে এসে কর্মসূচি শেষ করে।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি দুলাল হোসেন এর সঞ্চালনায় এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধূরীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাংবাদি ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টেলিভিশন জার্নালিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং টিআইবি-খাগড়াছড়ির ম্যানেজার মো. আব্দুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে প্রাণ দিতে হলো। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
এছাড়াও সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবিও জানান বক্তারা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ির জেলা ও উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত