খাগড়াছড়ির রামগড়ে টমটম চার্জে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আরমান (২৬) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়। ১৪ জুন (বুধবার) রাত ৯টায় পৌরসভার চৌধুরী পাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে হাসপাতালে পাশে একটি কাঁঠের ঘরে ইজিবাইক চার্জরত অবস্থায় ছিলো, আরমান স্কুল মাঠ থেকে ফুটবল খেলা শেষ করে ইজিবাইকে চার্জ হচ্ছে কিনা দেখতে যায় " তখনই তার গলায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে মাঠিতে পড়ে যায় কিছুক্ষণ পরে তার অবস্থান সম্পর্কে সন্দেহ হলে দোকানের সামনে থাকা লোকজন ও ইজিবাইক এর মালিক শ্যামল মার্মা ঘরের ভিতরে ঠুকলে তাকে নিচে পড়ে থাকতে দেখেন এবং সবাই মিলে তাকে রামগড় হাসপাতালে নিয়ে যান এবং নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আরমান (২৬)রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ড মাষ্টারপাড়ার কমপাড়া এলাকার মোঃ আরিফ হোসেন এর ছেলে।রামগড় থানার উপপরিদর্শক সামছুল আমীন সুত্রে জানা গেছে উদ্ধারকৃত লাশটি প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
পার্বত্যকণ্ঠ নিউজ ইমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত