রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় নসিমন ও মোটরসাইকেল সংর্ঘষে মোটর সাইকেল আরোহী মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মেহেদী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।
শনিবার (১০ জুন) সন্ধ্যা ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা ইটভাটার সামনের সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা তুষার মল্লিক জানান, শনিবার সন্ধ্যার পরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয় । এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাত পৌনে ৮ টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস