অদ্য (১০ জুন) সকালে খাগড়াছড়ি অরুণিমা কমিউনিটি সেন্টারে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ" এর খাগড়াছড়ি জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে "আলোচনা সভা" অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পিসিসিপি'র সভাপতি সুমন আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি'র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
তিনি ছাত্র পরিষদকে সামনের দিকে এগিয়ে যেতে তাদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। পিসিসিপিকে ঐক্যবদ্ধ হয়ে আগামীদিনে সু-সংগঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আলোচনা সভা শেষে ৫২ সদস্য বিশিষ্ট পিসিসিপি খাগড়াছড়ি জেলা কমিটি পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়।
এ-সময় ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির মহাসচিব মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, সহ সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা,কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ লোকমান হোসাইন, চট্টগ্রাম মহানগর পিসিএনপির সভাপতি অধ্যাপক মুজাহিদুল ইসলাম বাতেন, সিনিয়র সহ-সভাপতি খোশাল খান, পিসিএমপির কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ, খাগড়াছড়ি জেলা সভাপতি হাসিনা আকতার, সাধারণ সম্পাদক জোহরা আক্তার, সাংগঠনিক সম্পাদক কুলসুম আকতার, খাগড়াছড়ি পৌর পিসিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন বাবু, দীঘিনালা উপজেলা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলম হীরা, মাটিরাংগা উপজেলা পিসিএনপির সভাপতি মোঃ জালাল, পৌর সাধারণ সম্পাদক মোঃ রাসেল, মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মাহবুব।
এ-সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি'র নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন পিসিসিপি'র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন কায়েস, রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবিব আজম, বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পিসিসিপির সাধারণ সম্পাদক মোঃ তারেক,খাগড়াছড়ি জেলা পিসিসিপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এসময় পিসিসিপি'র জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত