খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ-১৭ ) এর খেলার শুভ উদ্বোধন ।
১০ই জুন শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (অনূর্ধ-১৭) বালক টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলায় পাতাছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৪-০ গোলে পরাজিত করে রামগড় পৌরসভা একাদশ।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস,আইসিটি অফিসার রেহান উদ্দীন,রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নুুরুল হক,রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভৌমিক এবং সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও জিদান। ধারাভাষ্যকারে ছিলেন মো. হানিফ মিয়া।সার্বিক পরিচালনায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন,যুুগ্মসাঃসম্পাদক মোঃফারুক হোসেন,মোঃমাসুদ রানা,কোষাধক্ষ শাহাদাত হোসেন কিরণ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দিন জানান, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলো থেকে ১৮জন খেলোয়াড়কে বাঁচাই করে রামগড় উপজেলা একাদশ গঠন করা হবে। পরবর্তীতে দলটি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত