বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বনায়নের উদ্যোগে মাটিরাঙ্গা থানায় বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গণে চারা রোপবেন মাধ্যমে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়।
এসময় সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো. সালেহ বকুল ফুলের চারা আর কৃষ্ণচুড়ার চারা রোপন করেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া।
এসময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন, বিএটিবি'র লীফ অফিসার নওরোজ বিএন রেজা ও সহকারী লীফ অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার আহবান জানিয়ে
সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মো. সালেহ পরিবেশকে বাঁচাতে বিএটিবি'র এমন উদ্যোগকে স্বাগত জানান।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বৃক্ষরোপনে বনায়ন যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি বিএটিবি‘র মতো সকলকে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখারও আহবান জানান।
উল্লেখ্য, বিএটিবি’র সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা থানায় আমলকী, জাম, কাঠবাদাম, বহেরা, অর্জুন, জলপাইসহ বিভন্ন প্রজাতির ৫‘শ গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছেন মো. শহিদুল ইসলাম।
পার্বত্যকণ্ঠ নিউজ/ইমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত