ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারীকে বিদায় এবং অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হককে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬জুন) রাত ৯ টায় শশীভূষণ থানা পুলিশের উদ্যোগে এ বিদায়-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শশীভূষণ থানার তদন্ত (ওসি) জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার চরফ্যাশন (সার্কেল) মো. মাসুম বিল্লাহ। এ ছাড়াও শশীভূষণ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গ সহ শশীভূষণ থানা পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর পাটোয়ারী বক্তব্যতে বলেন, শশীভূষণ থানা এলাকার রাজনৈতিক মহল, সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন মহল থেকে থানা পুলিশকে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশের সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে কারো মনে দুঃখ-কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো. এনামুল হক বক্তব্যতে বলেন, এর আগে চরফ্যাশন উপজেলার দু'টি থানায় কর্মরত থাকাকালে আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি পুলিশের সেবা জনসাধারণের দৌরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। এ উপজেলার মানুষের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। তাই শশীভূষণ থানা এলাকায় সব ধরনের অপরাধ দমন ও আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, যাতে করে পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়। এবং সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।
পরিশেষে শশীভূষণ থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত