রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (৬ জুন) থেকে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ।
প্রশিক্ষণের প্রথমদিনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
এসময় কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মাদ শামসুল আলম চৌধুরী। এছাড়া আরো প্রশিক্ষণ প্রদান করবেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান এবং জেলা প্রশিক্ষণ অফিসার আপ্রু মারমা। প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব ঘোষ।
দুই দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস