রাজবাড়ীর গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে গোয়ালন্দ আইডিয়াল বহুমুখী হাই স্কুলের আয়োজনে ওই মাঠ চত্তরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. নাসিরউদ্দিন রনি, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তক শিক্ষক বাবু নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. বাবুর আলী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি প্রমুখ
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস