দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া পূর্বপাড়া’র নুর হোসেন এর ছেলে আলামিন হোসেন (২৪)।
সোমবার (০৫ জুন) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে রোববার (০৪ জুন) দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে যৌন পল্লীর মধ্য হতে ৪শ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস