'ম্যাজিক্যাল ত্রিপুরার সন্ধানে' কিশোরী ফুটবলার প্রশিক্ষণ ক্যাম্পের পরিচালনার জন্য ১লক্ষ (এক লক্ষ) টাকা আর্থিক অনুদান ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পাঠাগারের জন্য বই বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন সদরে এ আর্থিক অনুদান ও মাদ্রাসায় পাঠাগারের জন্য বই প্রদান করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাসিম হায়দার চৌধুরী।
তিনি বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাসিম হায়দার চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের সামাজিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের পাশে সবসময় থাকবে।
বাংলাদেশ যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (লায়ন) বলেন, নব নিযুক্ত রিজিয়ন কমান্ডার মহোদয়ের সান্নিধ্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের খেলোয়াড়রা সবাই অনেক অনুপ্রাণিত হয়েছে। আমরা বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ রিজিয়ন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে রিজিয়নের সাথে এই চমৎকার যোগসূত্র স্থাপন করে দেওয়ার জন্য খাগড়াছড়ি রিজিয়নের সদ্য বিদায়ী রিজিয়ন কমান্ডার এবং বর্তমান বান্দরবান রিজিয়নের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ এর প্রতি ফুটবল টিমের পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি।
অন্যদিকে পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার সহকারী শিক্ষক মো. তহিদুর রহমান বলেন, বই অমূল্য উপহার। এই অমূল্য উপহার প্রদানের জন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে খাগড়াছড়ি রিজিয়নের প্রতি বিশেষত সাবেক রিজিয়ন কমান্ডারকে কৃতজ্ঞতা জানান।
এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) জাহিদ হাসান, রিজিয়নের ব্রিগেড মেজর মো: ইমরোজ মুনির উপস্থিত ছিলেন।
পার্বত্যকণ্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত