আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কর্তৃক মাইন বিস্ফোরণ করলে একজন সেনাবাহিনীর সৈনিক নিহত হয় এবং একজন জেসিও আহত হন।
এর আগে সার্জেন্ট হাবিবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দীনকে গুলি করে হত্যা করা হয়। গত ১৬ মে-২০২৩ ইং তারিখ ২ জন সৈনিককে মাইন বিস্ফোরণ ও গুলি করে হত্যা করা হয় এবং একজন মেজর ও একজন ক্যাপ্টেনকে মাইন বিস্ফোরণ ও গুলি করে আহত করা হয়।
এই সকল হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
তিনি জানান অচিরেই সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অপারেশন করে এই সমস্ত দেশদ্রোহী অবৈধ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন গুলোকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহবান জানান এবং সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে সরকারের নিকট জোর দাবি জানান।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত