বান্দরবানের আলীকদমে গরু চুরির ঘটনায় গরুর মালিক মোঃ ইউনূস বাদী হয়ে আট জনের বিরুদ্ধে মামলা করেছেন। চুরির সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় লামা পৌর যুবলীগের বহিষ্কৃত সভাপতি সাইদুর রহমান সাঈদসহ আটজনের বিরুদ্ধে এ মামলা রুজু হয়।
বুধবার বিকালে চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ির বাসিন্দা মো. ইউনূস বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ বলছে গরু চুরির সঙ্গে জড়িত ছয়জনকে তারা আটক করেছেন।
এ মামলার আসামিরা হলেন, লামা পৌরসভার ৪নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার বাসিন্দা ও সাবেক পৌর যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাঈদ, লামা পৌর কাউন্সিলরের ছেলে ও রাজবাড়ীর বাসিন্দা মো. রাসেল, চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল হোসাইনের ছেলে মো. বাদশা, মো. শহিদুল্লাহর ছেলে অমিত হাসান, ছাহেল আহমদের ছেলে মো. আব্দুল শফি, বাদশা মিয়ার ছেলে মো. মিজান, লামা চেয়ারম্যান পাড়ার বাসিন্দা ড্রাইভার মোহাম্মদ সোহরাবের ছেলে মো. নুরুল ইসলাম প্রকাশ আতিক ও রেপারপাড়ার বাসিন্দা নুর হোসেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, লামা থানার সহায়তায় গরু চুরিতে জড়িত থাকার মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকে অভিযান চলমান আছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত