প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৩, ১০:৩৬ পি.এম
ছোট মহেশখালী ইউপির ২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের ২৩-২৪ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
৩১ শে মে, (বুধবার) সকাল ১১ টায় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। এতে ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।
ইউপি সচিব নুরুল কাদের এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চেয়ারম্যান প্যানেল-১ ছৈয়দুল করিম, ইউপি সদস্য নুরুল আলম, লুৎফুন্নেছা, শিক্ষক প্রতিনিধি আনচার উল্লাহ হেলালী, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রমজান আলী, এনজিও সংস্থা ভার্ক প্রতিনিধি এরশাদ, ইউনিয়ন শ্রমিকলীগের নেতা হেলাল উদ্দিন'সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বাল্য বিবাহ, যৌতুক, নারী ও শিশুর প্রতি সহিংসতা ,জঙ্গী ও সন্ত্রাসবাদ, মাদক দ্রব্য, মানব পাচার, এসিড সন্ত্রাস, যৌন হয়রানী এই আটটি বিষয়কে" না" বলার মধ্যদিয়ে ২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সচিব নুরুল কাদের। সম্ভাব্য বাজেটে ২ কোটি ৮১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা, আয়-ব্যয় ধরে মোট ১ লক্ষ ৯১ হাজার ৯০০ টাকা উদ্বৃত্ত রেখে নতুন বাজেট ঘোষণা করা হয়।
সভায় অবসর প্রাপ্ত একজন দফাদার ও তিন জন গ্রাম পুলিশ'কে বিদায়ী সম্মাননা জানানোর পাশাপাশি ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দু সাত্তার'কে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ ঘোষনা করে তাকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত