'তামাক নয় খাদ্য ফলান' প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
৩১ মে (বুধবার) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সাংবাদিক আবদুর রউফ, স্যানেটারি কর্মকর্তা তৎজিম চাকমা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, তামাক অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকারক। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সচেতন নাগরিক সহ সকলের তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তামাকের পরিবর্তে অন্য ফসল ফলালে দেশ এবং কৃষক উভয়েই লাভবান হবে।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সাংবাদিকবৃন্দ ও উপজেলার সচেতন মহলের নাগরিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত