খাগড়াছড়ির জেলার মহালছড়ি উপজেলায় রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ পালন করেছে।
মহালছড়ি উপজেলা প্রশাসন, প্রেস ক্লাব, আওয়ামীলীগ, ছাত্রলীগ, জাতীয়াবাদী দল, জাতীয় পার্টি এবং মহালছড়ি আদর্শ চাইল্ড, মহালছড়ি শিশু মঞ্চ এনজি স্কুল, মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুল ও কলেজ, সিঙ্গিনালা আইডিয়াল স্কুল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্কুল কলেজ,বিডি ক্লীন, মৎস্য অফিস, বিভিন্ন ক্লাব, রেড ক্রিসেন্ট,আলোর ফেরিওয়ালার নেতৃবৃন্দ মহালছড়ি উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
মাইসছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যেগে আজকের দিবসকে সফল ও স্বার্থক করে গড়ে তুলতে শীতকে মাথায় রেখে গরীব ও অসহায়ের মাঝে ৪০০ অধিক কম্বল বিতরণ করেন।
তবে আজ প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত