রাঙ্গামাটির লংগদুতে, লংগদু সেনা জোনের উদ্যোগে উপজাতি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (৩১মে) দিন ব্যাপী উপজেলার ভুঁইয়াপাড়ায় তিন শতাধিক সাধারণ পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।
লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি, এর দিক নির্দেশনায় এবং রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা আক্তার এনি এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে ভুঁইয়াপাড়া এলাকার আনুমানিক তিন শতাধিক চিকিৎসা বঞ্চিত, দুস্থ ও অসহায়
উপজাতি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা প্রদান করা হয়। বিনামূল্যে ঔষুধ বিতরণের পাশাপাশি ব্লাড প্রেসার এবং ডায়বেটিস টেষ্ট করা হয়।
এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই জোন কর্তৃক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় আরো বড় পরিসরে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানায় লংগদু জোন।
জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে লংগদু জোনের এ সকল কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে এবং লংগদু উপজেলার জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য লংগদু জোন সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত