আধুনিকতার ছোঁয়ায় বাসা-বাড়ি, অফিস-আদালত, দোকান-পাটসহ প্রায় সব জায়গায় রান্নার কাজে গ্যাসের ব্যবহার বাড়ছে। গ্যাসের ব্যবহার বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাড়ছে দুর্ঘটনার পরিমাণও।
তাই গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে তা অতি সহজে বন্ধ করা, তেল থেকে আগুন ধরলে বন্ধ করার সহজ নিয়ম, এক্সটিং গুইশার ব্যবহার করে আগুন নিভানোর পদ্ধতি নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে গণসংযোগ ও সচেতনতামূলক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন ইনচার্জ জিবক কান্তি বড়ুয়া নেতৃত্বে মঙ্গলবার (৩০ মে) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে ১ তলা বিশিষ্ট্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে, এক্সটিং গুইশার ব্যবহার, বিদ্যুৎ লাইন নিরাপদ রাখা, ফায়ার সেফটি প্লান বিষয়ে পরামর্শ দেন স্টেশন ইনচার্জ জিবক কান্তি বড়ুয়া।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রুপম চক্রবর্তীসহ হাসপাতালের বিভিন্ন কর্মচারি, কর্মকর্তা, চিকিৎসা নিতে আসা নানা শ্রেণিপেশার মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত