পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে ।
৩০ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমার সঞ্চলনায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুুমার সরকার সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ পরিচালক মো.আব্দুল্লাহ আল হাসান।
প্রশিক্ষক হিসেবে ছিলেন রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন।
এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন, পার্বত্য অঞ্চলে জলাশয় অভাব, পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি উপজেলা কাজ করছে মৎস্য বিভাগ। তাই সকল প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। ওইদিন এ প্রকল্পের আওতায় উপজেলার ৫ জন জেলেদের ৪টি করে ২০ ছাগল বিতরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত